Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
০১. সেবা এবং ধাপসমূহ
বিস্তারিত

* আঞ্চলিক পাসপোর্ট অফিস, সিরাজগঞ্জ থেকে বিনামূল্যে ফরম সংগ্রহ করা।

                                                         অথবা
* www.dip.gov.bd  অথবা passport.sirajganj.gov.bd ওয়েবসাইট থেকে পাসপোর্ট এর ফরম ডাউনলোড করে উভয় পৃষ্ঠায় প্রিন্ট করে নেওয়া
                                                          অথবা
* সরাসরি www.passport.gov.bd   পাসপোর্ট এর ফরম পূরণ পূর্বক উভয় পৃষ্ঠায় প্রিন্ট করে নেওয়া
                                                           অথবা
* ফটোকপিকৃত ফরমে আবেদন করা যেতে পারে।
* সোনালী ব্যাংক, কর্পোরেট শাখা, সিরাজগঞ্জ, ই-চালান অথবা অনুমোদিত অনলাইন ৫ টি ব্যাংকের যে কোন শাখা হতে পাসপোর্টের ধরণ অনুসারে টাকা জমা দিয়ে ব্যাংক স্লিপ সংগ্রহ করা।
* ১ নং কলাম ব্যতীত যথাযথভাবে সম্পূর্ণ ফরম ইংরেজী বড় হাতের অক্ষরে পূরণ করা।
* ফরমে নির্দিষ্ট স্থানে সদ্যতোলা ছবি আঠা দিয়ে লাগানো।
* ডানপাশে ফরমের উপরে ব্যাংক থেকে প্রাপ্ত স্লিপ আঠা দিয়ে লাগানো।

* ফরমে বর্ণিত ব্যক্তিগণ (পরিচিত) দ্বারা ফরমে সংযুক্ত ছবি এরং ৪ নং পাতায় সত্যয়িত-প্রত্যায়িত করা।
* ফরমের সাথে প্রয়োজনীয় সত্যয়িত কাগজপত্র সংযুক্ত করে অফিসে জমা প্রদান।
* ফরম জমাদানের পর আবেদনকারীর ছবি তোলা এবং ফিঙ্গার প্রিন্ট গ্রহণ।
* ছবি তোলার পর প্রাপ্ত ডেলিভারি স্লিপ সংগ্রহ পূর্বক তা মিলিয়ে নেয়া এবং SMS প্রাপ্তি সাপেক্ষে পাসপোর্ট সংগ্রহ করা।